Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপনে বড় বড় যুদ্ধ জাহাজ বানাচ্ছে চীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯, ০৯:২৮ AM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৯, ০৯:২৮ AM

bdmorning Image Preview


সাংহাইয়ের জিয়াংনান জাহাজ নির্মাণ কেন্দ্রে গোপনে বড় বড় বিমানবাহী জাহাজ তৈরি করছে চীন। সম্প্রতি রয়টার্স প্রকাশিত এক উপগ্রহ চিত্রে এ কার্যক্রম দেখা গেছে। ছবিগুলো গত মাসের।

কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এত বড় যুদ্ধজাহাজ তাদের কাছে আগে ছিল না। নির্মাণ কেন্দ্রের ছবি দেখে আরও বোঝা যাচ্ছে, শুধু ওই যুদ্ধবিমানবাহীই নয়, একাধিক যুদ্ধজাহাজ তৈরির প্রস্তুতি চলছে। সরকারিভাবে অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বেইজিং। রয়টার্স।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী এক বছরের মধ্যেই বিমানবাহী যুদ্ধজাহাজটি তৈরি হয়ে যাবে।

জাহাজ নির্মাণ কেন্দ্রের পাশাপাশি ইয়াংজে নদীর মোহনায় প্রায় এক কিলোমিটার লম্বা ও বিশাল একটি বিরাট বন্দরও নতুন করে তৈরি করা হচ্ছে।

আগের উপগ্রহ চিত্রগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মাত্র এক বছর আগেও এই বন্দরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এটার পাশে একটি বন্দর রয়েছে যেখানে বেশ কটি ডেস্ট্রয়ার ও অন্যান্য যুদ্ধজাহাজ নোঙর করে আছে।

Bootstrap Image Preview