Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইমরানের শান্তি উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে সৌদি: কুরেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯, ১০:৪৪ AM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৯, ০৬:৩৬ PM

bdmorning Image Preview


পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রধানমন্ত্রী ইমরান খানের শান্তি উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে সৌদি আরব।

তিনি সাংবাদিকদের বলেছেন, সৌদি নেতারা কূটনৈতিক পন্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে একমত হয়েছেন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছেন। শুরুটা ভালো হয়েছে বলেও তিনি জানান।

পাকিস্তানের সরকারি রেডিওতে বলা হয়েছে, তেহরান ও রিয়াদ ইমরান খানের শান্তি উদ্যোগকে এগিয়ে নিতে ঘনিষ্ঠ যোগাযোগ ও পরামর্শ চালিয়ে যাওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছেন বলে ইসলামাবাদ এর আগেও জানিয়েছে।

শান্তি উদ্যোগের অংশ হিসেবে গত রোববার ইরান সফর করেছেন ইমরান খান। এরপর মঙ্গলবার তিনি সৌদি আরব সফরে যান। সম্প্রতি সৌদি আরবের তেল স্থাপনায় ভয়াবহ হামলার পর ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথা জানায় রিয়াদ। যদিও ওই হামলার জন্য সৌদি সরকার ও যুক্তরাষ্ট্র জোরালোভাবে তেহরানকে দায়ী করেছিলো। ইরান প্রথম থেকেই এই হামলার কথা নাকচ করে দিয়েছে। ইয়েমেনের কুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। তারা ভবিষ্যতে সৌদিতে আরো বড় ধরনের হামলার হুমকি দিয়েছে।

Bootstrap Image Preview