Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলেকে মারধরের বিচার চাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯, ১০:২৬ AM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৯, ১০:২৬ AM

bdmorning Image Preview


হবিগঞ্জে প্রতিপক্ষের বেধড়ক পিটুনিতে মতি মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মানসিক প্রতিবন্ধী ছেলেকে মারধর কারায় তার নালিশ দিতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত মতি মিয়া সদর উপজেলার কালনী গ্রামের শুকুর আলীর ছেলে।

নিহতের পারিবার জানায়, মতি মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী রতন মিয়াকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একই গ্রামের ফুল মিয়ার ছেলে মারধর করে। পরে মতি মিয়া রাত ৮টার দিকে নালিশ নিয়ে ফুল মিয়ার কাছে যান। পথিমধ্যে ফুল মিয়ার সঙ্গে দেখা হলে এ বিষয়ে কথা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে ফুল মিয়া ও তার স্বজনরা মতি মিয়াকে মারধর করে। 

খবর পেয়ে মতি মিয়ার স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃতু ঘোষণা করেন। তবে এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Bootstrap Image Preview