Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২য় দিনে আমরণ অনশনে সেই চাঁদের কণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯, ০৪:১৯ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৯, ০৪:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও চাকরির দাবিতে ২য় দি‌নের মতো অনশন কর‌ছেন ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স পাশ করা প্রতিবন্ধী চাঁদের কণা। গত জুন মাসে অনশন করার পরেও প্রধানমন্ত্রীর আশ্বাস দেয়ার প‌রেও চাকরি না পাওয়ায় ১৬ আক্টবর থে‌কে ফের অনশন করছেন ‌তি‌নি। 

বৃহস্প‌তিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে তিনি অনশন করছেন।

তিনি বলেন, গ‘ত জুন মাসে প্রধানমন্ত্রীর কাছে যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি চে‌য়ে ও তার সাক্ষাৎ পাওয়ার জন্য আমরণ অনশন করি। অনশনের তিনদিন পর প্রধানমন্ত্রী চাকরির আশ্বাস দেন এবং তার অধীনস্থ একান্ত সচিবকে চাকরির ব্যবস্থা করতে নির্দেশ করেন।কিন্তু দুঃখের বিষয় হলো কিছুদিন পর সচিব আমার দাবি অস্বীকার করে সিরাজগঞ্জ জেলা সমাজসেবা অফিসে অস্থায়ীভাবে হাজিরা ভিত্তিক চতুর্থ শ্রেণির একটি চাকরি দেন এবং আমাকে আমার কাঙ্খিত চাকরি থেকে বঞ্চিত করেন। তাই আমি তার দেওয়া চাকরিটি করিনি এবং নিয়োগপত্র নিতে যাইনি। কারণ এটা আমার এক ধরনের অপমাণ বলে মনে হয়েছে।

তিনি আরও বলেন, পরে আমি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছি কিন্তু শত চেষ্টা করেও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারিনি কারণ আমার কোন লবিং নেই। তাই নিরুপায় হয়ে দ্বিতীয়বারের মতো আমরণ অনশনে নেমেছি।

অনতিবিলম্বে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চাঁদের কণা আরও বলেন, ‘আমার শরীর দিন দিন ভারি হয়ে যাচ্ছে। তাছাড়াও ঘরে আমার অসুস্থ বাবা। ছোট ভাইদের পড়াশোনা দায়িত্ব এমতঅবস্থায় যদি আমার কোন চাকরি না হয় তাহলে আমাদের পুরো পরিবার টাই ধ্বংস হয়ে যাবে।

 

 

Bootstrap Image Preview