Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রাথমিক শিক্ষকদের জন্য ‘প্রসেস ম্যাপ’ জারি করেছে মন্ত্রণালয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯, ০৪:০৮ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৯, ০৪:০৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


প্রধান শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের সেবা সহজীকরণ সংক্রান্ত প্রসেস ম্যাপ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা ইসরাত স্বাক্ষরিত এ প্রসেস ম্যাপ জারি করা হয়।

এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্পন্ন করা হয়। প্রধান শিক্ষকদের এই সেবাটি প্রদানের ক্ষেত্রে সময়, খরচ ও ভ্রমণ (টিভিসি) কমানের উদ্দেশ্যে মন্ত্রণালয় সেবাটি সহজীকরণের উদ্যোগ গ্রহণ করে। সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের স্থায়ীকরণ কার্যক্রম শুরু করতে এটি সহজীকরণ করা হয়েছে। দ্রুত এ সংক্রান্ত আবেদন কর্যক্রম শুরু করা হবে।

আগে এই আবেদন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতো। সেখান থেকে এ বিষয়ে সিন্ধান্ত নেয়ার পর নির্দেশনা জারি করা হতো। এতে করে অনেক সময় লেগে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রসেস ম্যাপে আবেদন প্রক্রিয়া সহজীকরণ হওয়ায় প্রধান শিক্ষকরা উপকৃত হবেন। এখন থেকে প্রধান শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ কর্যক্রমে নতুন প্রসেস ম্যাপ অনুসরণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

নতুন প্রসেস ম্যাপে দেখানো হয়েছে, প্রধান শিক্ষকের চাকরি স্থায়ীকরণে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের আবেদন প্রথম ধাপে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

তিনি সেটি গ্রহণ করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠাবেন। তিনি সে আবেদন উপ-পরিচালক বরাবর পাঠাবেন, উপ-পরিচালক থেকে সেটি প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালকের কাছে পাঠানো হবে। এরপর মহাপরিচালক এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিত্রে ডিপিই থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।

 

Bootstrap Image Preview