Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবিতে কোনো টর্চার সেল নেই, এটা সম্পূর্ণ মিথ্যা: ছাত্রলীগ সভাপতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯, ১০:৩৯ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৯, ১০:৩৯ PM

bdmorning Image Preview


ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে কোনো ধরনের টর্চার সেল নেই।

বুধবার (১৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সনজিত বলেন, ছাত্রলীগ ছাত্র দের নিয়ে গঠিত সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম একটি সংগঠন। ছাত্রলীগ ভুলত্রুটির উর্ধ্বে সেটা বলা যাবে না। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে টয়লেটকেও টর্চার সেল বানানো হচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ায় আমি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই।

বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ড প্রসঙ্গে সনজিত বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আবরার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে কিছু উগ্রবাদী এবং জঙ্গিবাদী গোষ্ঠী রয়েছে, যারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গেস্টরুমের নামে টর্চার সেল থাকার খবর এসেছে। এ বিষয়ে সনজিত বলেন, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একজন আবাসিক শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীদের সাথে মেলামেশার অভিজ্ঞতা আমারও রয়েছে। আমার জানামতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে কোনো ধরনের টর্চার সেল নেই। এটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা।

সাংবাদিকরা সমাজের দর্পণ উল্লেখ করে সনজিত বলেন, আপনারা সঠিক তথ্য উপস্থাপন করুন। আপনারা যে তথ্য উপস্থাপন করছেন, সে তথ্যের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে। আপনারা বলছেন বিভিন্ন সময়ে বিভিন্ন হলের কক্ষে দুজন চারজন করে আহত হয়েছে। কিন্তু নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। অথচ গণমাধ্যমে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ধশতাধিক টর্চার সেল রয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা।

Bootstrap Image Preview