Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, জানুয়ারী ২০২০ | ৬ মাঘ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

২৮ দিনের জন্য মাঠের বাহিরে নেইমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯, ০৬:৪২ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৯, ০৬:৪২ PM

bdmorning Image Preview


হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন প্যারিস সেইন্ট-জার্মেই স্ট্রাইকার নেইমার। ফ্রেঞ্চ ক্লাব পিএসজি এক বিবৃবিতে এই তথ্য নিশ্চিত করেছে।

রোববার সিঙ্গাপুরে নাইজেরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১২ মিনিটে নেইমার ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ত্যাগ করেছিলেন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

পিএসজি জানিয়েছে এমআরআই স্ক্যানে নেইমারের বাম হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড টু’ ইনজুরি ধরা পড়েছে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত নেইমারকে যদি বিশ্রামে থাকতে হয় তবে এই সময়ের মধ্যে তিনি ফ্রেঞ্চ লিগের চারটি ম্যাচসহ ব্রাগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হোম ও এ্যাওয়ে ম্যাচে খেলতে পারবেন না।

দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী মঙ্গলবার বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়ের ব্রাগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে ফেরার কথা ছিল। ২০১৭ সালে পিএসজিতে যোগ দেবার পর বিভিন্ন সময়ে ইনজুরির কারণে নেইমারের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এবারের লিগে পাঁচ ম্যাচে চার গোল করে মৌসুমের শুরুটা ভালই করেছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

Bootstrap Image Preview