Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, মে ২০২০ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

এবার ধর্ম পরিবর্তন করতে চান প্রভাবশালী হিন্দু নেত্রী মায়াবতী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯, ১০:৩৪ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৯, ১০:৩৪ PM

bdmorning Image Preview


এবার ধর্ম পরিবর্তনের পথে মায়াবতী। উপযুক্ত সময়ে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করবেন। সোমবার নাগপুরের এক জনসভায় এ কথা বলেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী।

মায়াবতী জানিয়েছেন, মৃত্যুর আগে বাবাসাহেব আম্বেদকর (ভারতের সংবিধান প্রণেতা) ধর্ম পরিবর্তন করেছিলেন। এবার বাবাসাহেবের সেই পথ অনুসরণ করতে চান তিনি।

তিনি জানিয়েছেন, তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিতে চান। কিন্তু তা তিনি করবেন উপযুক্ত সময়ে। শুধু তিনিই নন, বড় সংখ্যায় সাধারণ মানুষ তাদের ধর্ম পরিবর্তন করবেন। এদিন ভোট প্রচারে এসে এসব কথাই বললেন দলিত সম্প্রদায়ের নেত্রী মায়াবতী।

প্রসঙ্গত নাগপুরেই আরএসএসের সদর দফতর। রাজনীতিবিদদের একাংশ বলছেন, মায়াবতীর এই মন্তব্য কার্যত আরএসএসকেই কটাক্ষ করা।

মায়াবতী বলেছেন, বাবাসাহেবের অনুগামীরা যখন রাজনীতির ক্ষেত্রে তার পদাঙ্ক অনুসরণ করবেন, তখন এই ধর্মান্তরের কাজ সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ২১ অক্টোবর শুরু হবে। যা শেষ হবে ২৪ অক্টোবর।

Bootstrap Image Preview