Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ায় তুর্কি অভিযানে নিহত বেড়ে ৫৯৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানে নিহত বেড়ে ৫৯৫ জনে পৌঁছেছে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৯৫ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই কুর্দি বলে ধারণা করা হচ্ছে।

এ দিকে তুরস্ককে লক্ষ্য করে মর্টার এবং রকেট হামলা চালাচ্ছে কুর্দিরা। এতে মঙ্গলবার আরও দুই বেসামরিক তুর্কি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ১২ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, সিরিয়ার উত্তরাঞ্চল সন্ত্রাসমুক্ত করতে বুধবার অপারেশন 'পিস স্প্রিং' শুরু করে তুরস্ক। ইতোমধ্যে সেখানকার রাস আল আইন এবং তেল আবিয়াদ শহর দুটির নিয়ন্ত্রণ নিয়েছে তুর্কি সমর্থিত সেনারা। 

সিরিয়ায় অভিযান সম্পর্কে তুরস্ক বলছে, কুর্দিরা সিরিয়ার ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। তাদের না সরালে সিরিয়া ভূখণ্ড হুমকির মুখে পড়বে। এমনকি কুর্দিদের নিজেদের জন্যও হুমকি মনে করে তুরস্ক।

Bootstrap Image Preview