Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবরার হত্যায় জড়িতদের মৃত্যুদণ্ড হওয়া উচিত : কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯, ০৭:২২ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৯, ০৭:২২ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড হওয়া উচিত হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন।

তিনি বলেন, বুয়েটে আবরার হত্যার পর প্রশ্ন উঠেছে ছাত্র রাজনীতি নিয়ে। ছাত্র রাজনীতি হচ্ছে মূল রাজনীতির রক্তবাহিত শিরা। ছাত্র রাজনীতি কেন বন্ধ করবো? বুয়েট চাইলে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারে সেটি প্রধানমন্ত্রী বলেছেন। আবরার হত্যাকাণ্ড ঘটনার পর সরকার তড়িৎ গতিতে যে পদক্ষেপ নিয়েছে তা একটি ইতিহাস। প্রধানমন্ত্রী আইজিপিকে এ বিষয়ে উদ্যোগ নিতে বলেছেন, আবরারের পরিবারের সঙ্গে দেখা করেছেন, এছাড়া আইনমন্ত্রীকে আবরার হত্যার দ্রুত বিচার সম্পন্ন করতে বলা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আবরার হত্যার পর বুয়েট শিক্ষার্থীদের যেসব দাবি-দাওয়া ছিল তা মেনে নেওয়া হয়েছে। তারপরও আন্দোলন কেন? আমি ছাত্রদের বলেছি, দাবি মেনে নেওয়া হয়েছে এখন পড়াশোনায় মনোনিবেশ করা উচিত। এই ঘটনায় সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে। এ জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের তো সবাই দায়ী না। গুটিকয়েকের দায়ভার সরকার নেবে না। এ ঘটনায় দল এবং সরকার উভয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিবেকের দায়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় আমরা তড়িৎ উদ্যোগ নিয়েছি এবং জড়িতদের গ্রেফতার করছি।’

আবরারের হত্যাকাণ্ড নিয়ে বিএনপি আন্দোলনের ইস্যু খুঁজছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কাছে আবরার হত্যাকাণ্ড কোনও বিষয় না। তারা মূলত আন্দোলন করতে চায় তাই তারা ইস্যু খুঁজছে। তাদের উদ্দেশ্য হচ্ছে এটি নিয়ে রাজনীতি করা। এছাড়া, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উনারা যতোটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি উদ্বিগ্ন আন্দোলনের একটা ইস্যু তৈরি করার।

বিরোধীদলের সঙ্গে সরকার হার্ড লাইনে যাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের সঙ্গে হার্ড লাইনের গেলে গণতন্ত্র এগোয় না। আমরা হার্ড লাইনে বিশ্বাস করি না। এখন পর্যন্ত বিএনপির সঙ্গে সংঘাত ঘটার মতো কোনও পরিস্থিতির উদ্ভব হয়নি। আর এরকম পরিস্থিতিরি উদ্ভব হোক তাও আমরা চাই না। বাকিটা পরে দেখা যাবে।

Bootstrap Image Preview