Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

খেলা দেখতে ২ হাজার নেতাকর্মী নিয়ে গেলেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯, ০৯:২০ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৯, ০৯:২০ PM

bdmorning Image Preview


দুই হাজারের বেশি নেতাকর্মী নিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী প্রচারণার খেলা দেখতে সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত হন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক।

সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে সোমবার বিকেল ৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে পুলিশ সুপার কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ মহিদ উদ্দীন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎ মিশ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান বি এম মোস্তাকিম, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি মো.আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু প্রমুখ।

এই টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা জেলা মহিলা টিম ঝিনাইদহ জেলা মহিলা টিমকে ৬-১ গোলে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. নাসিরউদ্দীন। সহকারী ছিলেন আব্দুল গফফার ও আবু ওয়াহেদ বাবলু। চতুর্থ রেফারি ছিলেন মনিরুজ্জামান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান জানান, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী প্রচারণার পুলিশ সুপার কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি দেখা ও খুলনা রেঞ্জের ডিআইজি মহাদয়ের আগমনে অনুষ্ঠানকে সফল করার জন্য ছাত্রলীগের দুই হাজারেরও অধিক নেতাকর্মী নিয়ে যোগদান করা হয়েছে। আমরা সকলেই দর্শক সারিতে খেলাটি উপভোগ করেছি।

Bootstrap Image Preview