Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ৩ দিন চলবে না সিএনজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯, ০৩:১৯ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৯, ০৩:১৯ PM

bdmorning Image Preview


ভাড়া বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই ধর্মঘট ।

রবিবার (১৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

ধর্মঘটের কারণ ব্যাখ্যা করে সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু বলেন, রাইড শেয়ারিংয়ের নামে ওভাই, পাঠাও, উবারের অবৈধ গাড়ি সড়কে চলছে। অথচ গ্যাসের দাম চারবার বাড়লেও তাদের ভাড়া বাড়েনি। তাই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

তাদের দাবিগুলো হলো- রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত গাড়ির তালিকা ট্র্যাফিক পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা, প্রথম দুই কিলোমিটারে ভাড়া ৮০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ৩০ টাকা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৪ টাকা করা এবং মালিকের দৈনিক জমা আনুপাতিক হারে বাড়ানো।

সংগঠনটির সভাপতি সোহেল রানাসহ সিএনজি মালিক ও শ্রমিক নেতারা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview