Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনকে বিভক্তের চেষ্টার পরিণাম হবে ভয়াবহ: শি জিনপিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯, ০৯:৪০ AM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৯, ০৯:৪০ AM

bdmorning Image Preview


কোনো বাইরের শক্তি চীনকে বিভক্ত করার চেষ্টা করলে পরিমাণ ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি  দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রবিবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি।

ধারণা করা হচ্ছে, হংকং প্রসঙ্গ উল্লেখ করেই যুক্তরাষ্ট্রকে এমন হুমকি দিয়েছেন শি। অন্যদিকে ওলি আশ্বস্ত করেছেন, নেপালের মাটিতে চীনবিরোধী কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।

শি জিনপিং বলেন, কোনো বহির্শক্তি যদি চীনের কোনো অংশকে আলাদা করতে চায় তাহলে তারা খন্ড-বিখন্ড শরীরের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়বে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। কেউ সমর্থন দিলেও চীনারা তাদের প্রতিহত করবে বলে উল্লেখ করেন শি জিনপিং।

উল্লেখ্য, গত চার মাসের বেশি সময় ধরে হংকংয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ চলছে। মূল দাবি মেনে নিলেও চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হংকংয়ে চীনবিরোধীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। 

Bootstrap Image Preview