Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯, ১০:০১ AM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৯, ১০:০৪ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গা শহরতলীতে এক গৃহবধূর শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১২ অক্টোবর) রাতে শহরতলীর ইসলামপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইসলামপাড়া এলাকার দোলন মিয়ার ছেলে অরুপ হোসেন (২৬) ও ছানোয়ার হোসেনের ছেলে রিপন (২৫)।

পুলিশ জানায়, শহরতলীর তালতলায় ওই প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন পার্শ্ববর্তী এলাকার অরুপ ও রিপন। শনিবার সন্ধ্যায় ওই গৃহবধূ তার বাড়ির গেটে একা দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই গৃহবধূকে লক্ষ্য করে অভিযুক্ত দুই যুবক জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি ছুড়ে মারেন। এতে তার গায়ের কাপড় ও বাম হাতের কিছু অংশ পুড়ে যায়। পরে তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে দুজনকে আসামি করে শনিবার রাতে থানায় একটি হত্যাচেষ্টা মামালা করেছেন। মামলার পরেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Bootstrap Image Preview