Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯, ০৩:০৭ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview


সৌদি আরবের জেদ্দা বন্দরে কাছে ইরানের একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে সাবিতি নামের জাহাজটির খোলে আলাদা দুটি বিস্ফোরণ ঘটেছে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল কম্পানির বরাত দিয়ে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।

রিপোর্টে বলা হয়, জেদ্দা বন্দর থেকে ৬০ মাইল দূরে অবস্থান কালে হামলার শিকার হয় ট্যাংকারটি। এতে ট্যাংকারটিতে আগুন লেগে যায়।

এনআইটিসি জানায়, ট্যাংকারের সব ক্রুরা নিরাপদে রয়েছেন। জাহাজটিও স্থিতিশীল। জাহাজটির ক্ষয়ক্ষতি মেরামতের চেষ্টা করা হচ্ছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলায় ওই বিস্ফোরণ ঘটতে পারে।

তবে মধ্যপ্রাচ্য দেখভালোর দায়িত্বে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট পাগানো বলেন, এই দুর্ঘটনার খবর কর্তৃপক্ষ অবগত হয়েছেন। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

মধ্যপ্রাচ্যে ইরানের চিরবৈরী সৌদির কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানি সংবাদ সংস্থায় উল্লেখ করা বিশেষজ্ঞদের মতামত বলছে, এ ঘটনায় তদন্ত চলছে। এটা সন্ত্রাসী তৎপরতা হতে পারে বলে তারা সন্দেহ করছেন।

Bootstrap Image Preview