Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অসুস্থ মাকে মাজারে ফেলে পালাল সন্তানেরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯, ১২:০৬ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৯, ১২:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যে মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে। শিশুকাল থেকে লালন-পালন করে বড় করে তুলেছে। অসুস্থ বৃদ্ধা সেই মা’কে উটকো বোঝা মনে করে মাজারে ফেলে রেখে গেলো পাষণ্ড সন্তানেরা। 

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লানগর বাদলবাড়ী মাজার এলাকায়। দুদিন আগে গাড়িতে করে ছেলে-মেয়েরা তাকে রেখে গেছে এটুকু বলতে পারলেও নিজের নাম পরিচয় বলতে পারছেন না ৭৫ বছর বয়সী এই বৃদ্ধা মা।

বুধবার সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস এ মায়ের কথা গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, গত শনিবার দিনের কোন এক সময় সন্তানেরা গাড়িতে করে হযরত শাহ হাবিবুল্লাহ (রহ.), মাজারের ভেতরে রেখে যায়। কিন্তু রাত হওয়ার পরও ওই বৃদ্ধাকে কেউ নিতে না আসায় এলাকাবাসী তাকে বাইরে একটি ঘরের বারান্দায় রেখে দেয়। স্থানীয়রাই তাকে খাবার দিচ্ছেন। বৃদ্ধার মানসিক সমস্যা আছে বলেও ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হোসাইন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর পরিচয় জানতে পরিবারের সন্ধান বের করার চেষ্টা করা হচ্ছে এবং আপাতত দেখভাল করার জন্য মাজারের মোতওয়াল্লীকে বলা হয়েছে।

 

Bootstrap Image Preview