Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইএস সদস্যদের ইউরোপে প্রবেশে সমস্যা নেই: ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯, ০৯:৫৯ AM
আপডেট: ১১ অক্টোবর ২০১৯, ০৯:৫৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে তুরস্ক। এতে কুর্দিদের হাতে আটক রয়েছে কয়েক হাজার আইএস যোদ্ধা। আশঙ্কা করা হচ্ছে আইএস এর এসব সদস্য ইউরোপে ঢুকে যেতে পারে। 

তাদের নিয়ে এক দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, উগ্র জঙ্গী গোষ্ঠী দায়েশ বা আইএস সদস্যদের পালিয়ে যাওয়ায় তিনি কোনো সমস্যা দেখছেন না। কারণ এসব সন্ত্রাসী আমেরিকা নয় বরং যাচ্ছে ইউরোপীয় দেশগুলোতে যাচ্ছে।

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের যে সামরিক অভিযান চলছে তার ফলে কুর্দি গেরিলাদের হাতে আটক আইএস বন্দিরা পালিয়ে পশ্চিমা দেশগুলোতে পালিয়ে যেতে পারে বলে প্রশ্ন করা হয় ট্রাম্পকে।

এর জবাবে বৃহ্স্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এসব সন্ত্রাসী ইউরোপে তাদের ঘরবাড়িতে ফিরে যাবে; যদিও ইউরোপ তাদেরকে ফেরত নিতে চায়নি। উত্তর সিরিয়ার কুর্দি গেরিলাদের হাতে আটক বেশিরভাগ আইএস সন্ত্রাসী ইউরোপীয় নাগরিক বলে জানান ট্রাম্প।

তিনি বলেন, ইউরোপীয়রা এসব সন্ত্রাসীকে ফেরত নিতে চায় না কারণ তারা আমেরিকার কাঁধে বোঝা চাপাতে অভ্যস্ত হয়ে পড়েছে।

সিয়িরার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের হাতে বর্তমানে ১০ হাজার আইএস সন্ত্রাসী ও তাদের পরিবারের সদস্যরা বন্দি রয়েছে। সেখানে তুরস্ক বুধবার থেকে সেনা অভিযান শুরু করেছে।

Bootstrap Image Preview