Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তীর্থে রয়েছেন অমিত সাহার মা-বাবা, ছেলের ব্যাপারে কিছুই জানেন না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯, ০৭:৩৮ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৯, ০৭:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হয়েছেন সেই ‘টর্চার সেল’খ্যাত ২০১১ নং কক্ষের শিক্ষার্থী অমিত সাহা। এ ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ। অমিত সাহার বাড়িতে খবর নিয়ে জানা যায় তার মা-বাবা এখন তীর্থে। জানেন না এমন নিষ্ঠুর ঘটনায় ছেলের নাম জড়িয়ে পড়ার খবর। 

সরেজমিন অমিতের এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, অমিত সাহা শৈশব থেকেই মেধাবী ছিলেন। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়ে পড়াশুনা করেছে। এলাকার মানুষ খুব শান্তভদ্র হিসেবেই জানেন। অমিতের বাবা একজন ধানের আড়ৎদার। দীর্ঘদিন ধরেই তিনি ধানের ব্যবসা করেন। থাকেন নেত্রকোনা শহরের আখড়ামোড় এলাকায় নিজস্ব বাসায়।

অমিত জেলা শহরের আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। গ্রামের বাড়ি নেত্রকোনা সদরের ঠাকুরাকোণা বাজারের স্বাস্থ্য ক্লিনিকের পাশে।

অমিতের মা দেবী রাণী সাহা ও বাবা রঞ্জিত সাহা তীর্থ যাত্রার উদ্দেশ্যে গত ১৯ সেপ্টেম্বর ভারতের যান। এখনো তারা সেখানেই অবস্থান করছেন। ছোট বোন ঐশ্বরিয়া সাহাও মেধাবী। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।

ঠাকুরাকোণা বাজারের ব্যবসায়ী মো. কামাল মিয়া জানান, অমিতের বাবা খুবই ভালো মানুষ। ছেলে-মেয়েদের খুব কষ্ট করে মানুষ করেছেন। এমন একটা খবরে খুব খারাপ লাগছে। তার বাবা-মায়ের কষ্ট বৃথা যাচ্ছে। এলাকাবাসী হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে। তার মা-বাবা এখন ভারতে তীর্থে আছেন।

ঠাকুরাকোণা বাজারে অমিতদের বাসায় গিয়ে বাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। এসময় অমিতের কাকি শিখা রাণী রায় জানান, অমিত শৈশব থেকে খুব মেধাবী ও শান্ত। কীভাবে এ ধরনের ঘটনায় যুক্ত হল বুঝতে পারছি না। যদি সে জড়িত থাকে তার শাস্তি হোক, জড়িত না হলে মুক্তি দাবি করছি।

ঠাকুরাকোণা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, অমিতের বাবা রঞ্জিত সাহা একজন দীর্ঘদিন ধরে ধানের ব্যবসা করেন। আওয়ামীলীগ ঘরানার পরিবার। ছেলে অমিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার কথা শুনেছি।

অমিতের বাবা-মা ভারতে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার অমিত সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। ফাহাদ যে রুমে খুন হয়েছেন সেই ২০১১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা।

Bootstrap Image Preview