Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জিজ্ঞাসাবাদের জন্য আবরারের রুমমেট আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯, ০২:১৫ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৯, ০২:১৫ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে নিহত আবরার ফাহাদের রুমমেট মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক মিজান বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সবুজবাগ এলাকা থেকে আবরার হত্যা মামলায় এজাহারের বাইরে থাকা অমিত সাহাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার অমিত সাহা বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক।

বৃহস্পতিবার আটক হওয়া মিজান ও অমিত সাহাকে নিয়ে এ পর্যন্ত আবরার হত্যায় মোট ১৫ জনকে আটক-গ্রেফতার করেছে পুলিশ।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। ৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের জেরে আবরার ফাহাদকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন তার সহপাঠিরা।

এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে সোমবার রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

Bootstrap Image Preview