Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মধ্যপ্রাচ্যে সৈন্য পাঠানো ইতিহাসের সেরা ভুলঃ ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯, ১১:৩৯ AM
আপডেট: ১০ অক্টোবর ২০১৯, ১১:৩৯ AM

bdmorning Image Preview


মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে ছিল সবচেয়ে নিকৃষ্টতম একটি ভুল। এবার এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৯ অক্টোবর) একাধিক টুইট বার্তায় এসব মন্তব্য করেছেন তিনি। এ সময় ট্রাম্প ২০০৩ সালে জঙ্গি দমনের নামে ইরাকে মার্কিন আগ্রাসনেরও তীব্র সমালোচনা করেন।

টুইট বার্তা ট্রাম্প দাবি করেন, ‘মধ্যপ্রাচ্যের আইন শৃঙ্খলা রক্ষা এবং যুদ্ধগুলোর পেছনে যুক্তরাষ্ট্রের প্রায় আট ট্রিলিয়নের অধিক ডলার খরচ হয়েছে। যাতে আমাদের হাজার হাজার মহান সেনা সদস্যের মৃত্যু হয়েছে। যার বিপরীতে অঞ্চলটির লাখ লাখ সাধারণ মানুষও প্রাণ হারান।’

ট্রাম্প বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে গিয়ে আচমকা যুদ্ধে জড়ানোটা আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম একটি ভুল। কেননা আমরা তখন সেখানে একটি মিথ্যা ও সম্পূর্ণ ভুল প্রেক্ষাপটে যুদ্ধে গিয়েছি।’

দুঃখ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের ধারণা সম্পূর্ণ ভুল; কেননা ইরাকে কোনোকালেই এমন কোনো গণবিধ্বংসী মারণাস্ত্র ছিল না। যে কারণে এখন আমরা ধীরে ধীরে ও অত্যন্ত সতর্কতার সঙ্গে সেখান থেকে আমাদের সেনা প্রত্যাহার করে আনছি। যদিও এখনো বড় কোনো দৃশ্যপট পেলে আমরা গুরুত্বের সঙ্গেই দেখছি। আমেরিকা আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে অনেক বেশি শক্তিশালী।’

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সেখান থেকে মাত্র ৫০ জন সেনা এখন পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে। অঞ্চলটিতে শত শত বছর যাবত বিভিন্ন গ্রুপের মধ্যে লড়াই সংগঠিত হচ্ছে। যা আগামীতেও চলবে।’

অঞ্চলটির দায়েশ-বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যের এসব সংঘাতে কখনোই আমেরিকার জড়িয়ে যাওয়াটা উচিত নয়। কেননা যার যার অঞ্চলে তাদেরই নেতৃত্ব দেওয়াটা প্রয়োজন।’

Bootstrap Image Preview