Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

র‌্যাগিং বন্ধে আইনি নোটিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯, ১০:০২ AM
আপডেট: ১০ অক্টোবর ২০১৯, ১০:০২ AM

bdmorning Image Preview


বিশ্ববিদ্যালয়গুলোতে র‌্যাগিং বন্ধ ও র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে আইনজীবী ইশরাত হাসান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসা তরুণরা সিনিয়রদের র‌্যাগিংয়ের শিকার হচ্ছে। র‌্যাগিংয়ের কারণে অনেকের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়। র‌্যাগিংয়ের নামে সিনিয়ররা নতুনদের কান ধরে ওঠবস করানো, রড দিয়ে পেটানো, পানিতে চুবানো, উঁচু ভবন থেকে লাফ দেওয়া, সিগারেটের আগুনে ছ্যাঁকা দেওয়া, গাছে ওঠানো, ভবনের কার্নিশ দিয়ে হাঁটানো, এমনকি দিগম্বর পর্যন্ত করে থাকেন।

একইসঙ্গে গালিগালাজ করা, কুৎসা রটানো, নজরদারি করা এবং নিয়মিত খবরদারির মতো নানা ধরনের মানসিক নির্যাতন করা হয়।আইনজীবী আরও বলেন, র‌্যাগিং নামের অপসংস্কৃতি বন্ধ করা এখন সময়ের দাবি। দেশের একজন সচেতন নাগরিক ও আইনজীবী হিসেবে এ কারণে নোটিশটি পাঠিয়েছি।

Bootstrap Image Preview