Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমার সন্তান মারা গেছে: শেরে বাংলা হল প্রভোস্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


শেরে বাংলা হলের পদত্যাগী প্রভোস্ট ড. জাফর ইকবাল বলেছেন, 'আমি ওইদিন রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। কারণ আমার সন্তান মারা গেছে, আমি মর্মাহত। ও (আবরার ফাহাদ) আমার প্রিয় ছাত্র। ওর মৃত্যু আমি সহ্য করতে পারি নাই।'

বুধবার (৯ অক্টোবর) বুয়েটে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন শেষে দাবির মুখে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুর ৩টায় বুয়েট শিক্ষক সমিতির সভাপতির সংবাদ সম্মেলনে শেরে বাংলা হলের প্রভোস্ট ড. জাফর ইকবালের পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।

এদিকে, আবরার ফাহাদ হত্যার ঘটনায় ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বুয়েটের শিক্ষকরা। একসঙ্গে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে আবরার হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার প্রার্থনা করা হয়।

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনের নামে মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে তিন আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া আবরার হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview