Bootstrap Image Preview
ঢাকা, ০২ মঙ্গলবার, জুন ২০২০ | ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

‘আমারে মাফ করে দিস তুই’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ০৭:৫৫ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৯, ০৭:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী মহিউদ্দীন জানান, ও যখন পড়েছিল তখন এক ছাত্রলীগ নেতা বলেন, ও নাটক করেতেছে, ওরে ফেলে রাখ। দিনরাত ঘুমাইতে পারি নাই। ওরে অঅমি জীবিত দেখছি বাঁচাইতে পারি নাই। আমারে মাফ করে দিস তুই। 

ওই দিনের মর্মান্তিক ঘটনার বর্ণনা দেন আরেক ছাত্র আরাফাত। বুধবার (০৯ অক্টোবর) বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে নিহত আবরারের শেষ সময়ের প্রত্যক্ষদর্শী এই দুজন সেসব ঘটনার বর্ণনা দিয়েছেন।

মৃত্যুর কিছু মুহূর্ত আগে ভোররাতে সিঁড়িতে আবরারকে কাতরাতে দেখেও ছাত্রলীগ নেতাদের হুঙ্কারে মহিউদ্দীন আবরারকে বাঁচাতে যেতে পারেননি। পরে যখন তিনি আবরারের কাছে পৌঁছাতে পেরেছিলেন তখন আবরারের সারা শরীর ঠাণ্ডা ছিল, তখন সে আর বেঁচে ছিলো না।

বুধবার বেলা দেড়টার দিকে বিক্ষোভে অংশ নিয়ে আরাফাত বলেন, তিন-চার মিনিট আগে তিনি যদি সেখানে উপস্থিত হতে পারতেন, তাহলেও হয়তো আবরারকে বাঁচানো যেত।

পড়া শেষে রাতে নিচে খাবার আনতে বেরিয়েছিলেন আরাফাত। তখন তোশকের মধ্যে একজন পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, তখন চিন্তায়ও আসেনি এরকম হতে পারে। খোদার কসম, এক সেকেন্ডের জন্যও মাথায় আসেনি এভাবে কাউকে মারা হতে পারে।

তিনি বলছিলেন, যখন আবরারের হাত ধরেন, তখন হাত পুরো ঠাণ্ডা, পা ঠাণ্ডা। শার্ট-প্যান্ট ভেজা। তোশক ভেজা। মুখ থেকে ফেনা বের হয়েছে।

তিনি বলছিলেন, ‘তখন ওকে বাঁচানোর জন্য বুকে চাপ দিই। হাতে চাপ দিই। আশপাশের সবাইকে বলি, কেউ একজন ডাক্তারকে ম্যানেজ কর। এরপর ডাক্তার আসল। ডাক্তার দেখে বলেন, ১৫ মিনিট আগেই সে (আবরার) মারা গেছে।’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই দুই ছাত্রসহ অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় রাজপথে।

Bootstrap Image Preview