Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যার নাম বাদ পড়ায় ক্ষুব্ধ আবরারের বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ০৭:৪২ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৯, ০৭:৪২ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ তার ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় বুয়েট কর্তৃপক্ষের নেওয়া ভূমিকায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, যে ১৯ জনকে আসামী করা হয়েছে এর মধ্যে অনেকেই বাদ পড়েছে। অমিত সাহা নামে একজনের রুমে টর্চার করা হয়েছে কিন্তু তার নাম আসে নাই। গতকাল তদন্ত কর্মকর্তার সঙ্গে আমি কথা বলে অমিত সাহার নাম মামলায় অন্তর্ভুক্ত করার কথা বলেছি।

বুধবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া জিলা স্কুলে আবরারের আত্মার মাগফিরাতের জন্য আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

এছাড়া, সরকারের পদক্ষেপে সন্তুষ্টি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবরার হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির বিচার চান তিনি।

Bootstrap Image Preview