Bootstrap Image Preview
ঢাকা, ১৫ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবরার হত্যাকাণ্ডঃ অমিত সাহা প্রসঙ্গে মুখ খুলল ডিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ০৭:৩৯ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৯, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক ও পুরকৌশল বিভাগের ছাত্র অমিত সাহাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ-ডিবির (ঢাকা দক্ষিণ) এডিসি রাজীব আল মাসুদ।

এ সময় তিনি বলেন, তদন্ত সাপেক্ষে অমিত সাহাকে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের তিনি বলেন, আবরার হত্যার ঘটনায় আটক ১০ জন তাদের সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

এর আগে দুপুরে আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আদালত তাদের প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Bootstrap Image Preview