Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২০ | ১২ ফাল্গুন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করে গ্রেফতার প্রেমিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৯, ০৮:০৬ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৯, ০৮:০৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


আপত্তিকর ভিডিও ফেসবুক ও মেসেঞ্জারে ভাইরাল করায় গ্রেপ্তার হয়েছে প্রেমিক। জামালপুরের বকশিগঞ্জে এ ঘটনা ঘটেছে।

গ্রেপ্তার প্রেমিক সরকারি আশেক মাহমুদ কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। প্রেমিকা রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২য় বর্ষের ছাত্রী।

শাহরিয়ার ইসলাম শান্ত বকশিগঞ্জ পৌর শহরের চর কাউরিয়া সীমার পাড় গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বকশিগঞ্জ পৌর শহরের চর কাউরিয়া সীমারপাড় গ্রামের শাহরিয়ার ইসলাম শান্তর সাথে বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামের কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।

সে সময়ে শান্ত তাদের অন্তরঙ্গ মুহূর্ত গোপনে মোবাইলে ভিডিও করে। পরে সম্পর্কের অবনতি হলে শান্ত সেই ভিডিও ফেসবুক ও মেসেঞ্জারে ভাইরাল করে দেয়।

ভিডিও ভাইরাল করায় ঢাকা সাইবার ক্রাইম আদালতে অভিযোগ করে প্রেমিকা। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত বকশিগঞ্জ থানায় মামলা রুজু করার আদেশ দেন। ৭ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা রুজু হয়।

মামলার পর মঙ্গলবার দুপুরে শাহরিয়ার ইসলাম শান্তকে গ্রেপ্তার করে বকশিগঞ্জ থানার পুলিশ।

বকশিগঞ্জ থানার ওসি মো. হযরত আলী বলেন, শান্তকে গ্রেপ্তার করার পর তাদের প্রেমের সম্পর্কের কথা জানা গেছে। তার কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Bootstrap Image Preview