Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে প্রথম গাঁজার ক্যাফে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৯, ০৭:১২ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৯, ০৭:১২ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রে এখন ক্যাফেতে বসে খাওয়া যাবে গাঁজা। ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউডে এই ক্যাফে চালু হয়েছে।

জি নিউজ জানায়, লোয়েল ফার্মস: অ্যা ক্যানাবিজ ক্যাফে নামে লস অ্যাঞ্জেলেসের ওই ক্যাফেতে মিলবে পছন্দ মতো খাবার, সঙ্গে গাঁজাও।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায়, কানাডা, স্পেন, উরুগুয়ে এবং ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে গাঁজাকে বৈধতা দেওয়া হয়।

অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা জন্য গাঁজা ব্যবহারের অনুমতি থাকলেও এ প্রথম ক্যাফেতে গাঁজার বিক্রি ও সেবন চালু হলো।

জানা গিয়েছে, মোট ৮ জনকে এখনো পর্যন্ত গাঁজা ক্যাফের লাইসেন্স দিয়েছে ওয়েস্ট হলিউড প্রশাসন। ৩০০টি আবেদন পড়লেও প্রথম লাইসেন্সটি পেয়েছে লোয়েল ফার্মস।

গাঁজা সেবনকারীদের জন্য পরিবেশন করা হবে বিশেষ খাবারদাবার। তবে ক্যাফের প্রধান সেফ অ্যান্ড্রিয়া ড্রুমার জানিয়েছেন, খাবার সঙ্গে গাঁজা সেবন করা যাবে না। সেটি করতে হবে আলাদাভাবে।

Bootstrap Image Preview