Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুম্বাইয়ে গাছ কাটার উপর সুপ্রিমকোর্টের নিষেধাজ্ঞা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৯, ১১:৩৫ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৯, ১১:৩৫ AM

bdmorning Image Preview


মেট্রোরেল প্রকল্পের জন্য ভারতের মুম্বাইয়ের একটি কলোনিতে কয়েক হাজার গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে বিক্ষোভের পর গতকাল সোমবার সুপ্রিমকোর্ট গাছ কাটায় নিষেধাজ্ঞা জারি করে। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি।

অ্যারে কলোনির হাজারো বৃক্ষ মুম্বাইয়ের ‘সবুজ ফুসফুস’ হিসেবে পরিচিত। সম্প্রতি নতুন মেট্রোরেল প্রকল্পের জন্য ২১ হাজারের বেশি গাছ কাটার পরিকল্পনা নেওয়া হয়। এর প্রতিবাদে স্থানীয়রা রাস্তায় নামে। যদিও ইতোমধ্যে প্রায় দেড় হাজার গাছ কাটা হয়ে গেছে। গত শুক্রবার স্থানীয় বাসিন্দা, ছাত্র, পরিবেশকর্মীরা রাস্তায় বিক্ষোভ করে।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। পুলিশ প্রায় ৫০ কর্মীকে আটকও করে। একই সঙ্গে গাছ কাটার পক্ষে পৌরসভার ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক সমাজকর্মী। কিন্তু সে আবেদনও গত শুক্রবার খারিজ করে দেন আদালত। এর পর গাছ কাটার কাজ শুরু করে মুম্বাই মেপ্রো রেল কর্তৃপক্ষ, আর তারপরই আন্দোলনকারীরা সুপ্রিমকোর্টে যান।

রবিবার সুপ্রিমকোর্টে দাখিল হওয়া এক জনস্বার্থ মামলার ভিত্তিতেই গাছ কাটা বন্ধের এ রায় এসেছে। আদালত মহারাষ্ট্র সরকারকে বলেছে, এ পর্যন্ত কতগুলো গাছ কাটা হয়েছে, সে বিষয়ে দ্রুত তথ্য সংগ্রহ করে ২১ অক্টোবরের মধ্যে তা রাজ্যের বন দপ্তরকে দিতে হবে। ওই দিনই হবে পরবর্তী শুনানি। তার আগে গাছ কাটা বন্ধ।

Bootstrap Image Preview