Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের অভিশংসন তদন্তে তথ্য দেবেন আরেক কর্মকর্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ১০:৪৭ AM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৯, ১০:৪৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তে আরেক গোয়েন্দা কর্মকর্তার আবির্ভাব ঘটছে। প্রেসিডেন্টের বিরুদ্ধে আরও অভিযোগ নিয়ে সামনে আসছেন এ কর্মকর্তা। 

তার কাছে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সুর্নির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। চলতি সপ্তাহেই সেসব তথ্যপ্রমাণ নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হবেন তিনি। মার্ক জাইদ নামে এক আইনজীবী রোববার এ তথ্য জানিয়েছেন।

তবে এখনই তার নাম প্রকাশ করেননি। তিনি বলেছেন, ‘চলতি সপ্তাহ এবিসি নিউজে হাজির হতে পারেন ওই হুইসেলব্লোয়ার কর্মকর্তা।’ খবর এএফপির। ২৫ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিফোন আলাপ হয়।

এই টেলিফোন আলাপে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প চাপ দেন।

এই তদন্ত না করলে ইউক্রেনের জন্য সামরিক সাহায্য স্থগিত রাখা হবে বলেও ট্রাম্প হুমকি দিয়েছিলেন মর্মে অভিযোগ উঠেছে। ফোনালাপের বিষয়টি জানার পর এক হুইসেলব্লোয়ার প্রথম তার উদ্বেগের কথা প্রকাশ করেন সংস্থার একজন শীর্ষ আইনজীবীর কাছে।

এ তথ্য ফাঁস হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্তের ঘোষণা দেন বিরোধী ডেমোক্র্যাট নেতারা। দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ওই হুইসেলব্লোয়ার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একজন কর্মকর্তা।

সিআইএ’র ওই কর্মকর্তার নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম বলছে, তিনি একসময় হোয়াইট হাউসে কাজ করেছেন।

মিট রমনি একজন ‘জমকালো গাধা’ -ট্রাম্প : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও বর্তমান সিনেটর মিট রমনির কঠোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার টুইটারে রমনিকে একজন ‘জমকালো গাধা’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। ট্রাম্প বলেন, মিট রমনি কখনোই জানত না যে, কীভাবে জিততে হয়। তিনি একজন জমকালো গাধা।

শুরু থেকেই তিনি আমার সঙ্গে লড়াই করে আসছেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ কেলেঙ্কারির সমালোচনা করেছিলেন মিট রমনি। এরপরই টুইটারে দেয়া পোস্টে তাকে একহাত নেন ট্রাম্প।

ওই ফোনকলে ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে কোনো আনুকূল্য চেয়েছেন কি না- সাম্প্রতিক সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘দেখুন, আমি মনে করছি যে তারা যদি এতে সৎ হয়ে থাকে তাহলে বাইডেনদের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করতে পারে।

এটা খুবই সহজ উত্তর। তাদের উচিত বাইডেনদের বিরুদ্ধে তদন্ত শুরু করা।’ ট্রাম্প বলেন, ‘একই রকমভাবে চীনও তাদের বাইডেনদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে।

Bootstrap Image Preview