Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে সম্রাটের পক্ষে বিক্ষোভ, পুলিশের ধাওয়ায় রাস্তায় পড়ে আছে কর্মীরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৯, ০৯:৫২ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৯, ০৯:৫২ PM

bdmorning Image Preview


যুবলীগ থেকে বহিষ্কৃত ও ক্যাসিনোকাণ্ডে সমালোচিত ইসমাইল হোসেন সম্রাটের পক্ষে বিক্ষোভ করেছেন তার সমর্থক নেতাকর্মীরা। 

রবিবার রাতে রাজধানীর কাকরাইলে সম্রাটকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার সময় প্রায় পঞ্চাশের মতো নেতাকর্মী সেখানে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়।

পুলিশ একজনকে আটক করতেও দেখা যায়। বেলা সোয়া একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। একই সময় সম্রাটের ভাইয়ের শান্তিনগরের বাসা ও সম্রাটের মহাখালীর বাসায় অভিযান চালায় র‌্যাব।

কাকরাইলের কার্যালয় থেকে বিদেশি মদ, ইয়াবা, বিদেশি পিস্তল, গুলি ও ক্যাঙারুর চামড়া উদ্ধার করে র‌্যাব।

সেখানে অভিযান শেষে কার্যালয়ে ক্যাঙারুর দুটি চামড়া পাওয়ায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন। 

এরপর তাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সম্রাটকে নামিয়ে মাইক্রোবাসে তোলার সময় তার সমর্থকরা বিক্ষোভ দেখান। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দেয়। পুলিশের ধাওয়ায় কয়েকজনকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়।

Bootstrap Image Preview