Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র ফাতেহা শরীফ শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৯, ০৯:২১ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৯, ০৯:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্বওলী শাহসুফী খাজাবাবা ফরিদপুরীর ওফাত দিবস উপলক্ষে আজ (রোববার) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশ্ব ফাতেহা শরীফ।  

আরবি হিসাব অনুযায়ী আজ থেকে ১৮ বছর আগে ৬ সফর এই দিনে রাত ১টা ৩৫ মিনিট মোতাবেক ৭ সফর দারুল বাকায় (ওফাত) তশরীফ নেন বিশ্বওলী। বনানী পাক দরবার শরীফ থেকেই ওফাত লাভ করেন তিনি।

আজ (রোববার) মাগরিব থেকে বিশ্বওলীর বেছালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের অনুষ্ঠান মালা শুরু হয়েছে। অত্যন্ত শোকঘন ও বেদনা বিধুর আবহে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, মোরাকাবা মোশাহদো, জেকের আসকার, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত এবং প্রকৃত ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় বিশ্বওলীর অবদান এবং হেদায়েতের জীবন আলোকপাত করে বয়ান অনুষ্ঠিত হচ্ছে।

ফরিদপুরী শাহসুফী খাজাবাবার পবিত্র রওজা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে ফাতেহা শরীফ সম্পন্ন হবে।

Bootstrap Image Preview