Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ১০ হাজার দরিদ্র মানুষের জন্য নিরাপদ পানির সংযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০৫:২৬ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ০৫:২৬ PM

bdmorning Image Preview


রাজধানীর মিরপুরের লালাসরাই জমিদারবাড়ি ও টেকপাড়া মধ্যপাড়া নিম্ন আয়ের (বস্তিবাসী) দশ হাজারের অধিক মানুষ দীর্ঘ দিন ধরে পানির অভাবে কষ্ট করছেন। ওই অঞ্চলের মানুষ দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি পানি পেতেন না। তবে দরিদ্র মানুষের এ দুর্ভোগ লাঘবে নতুন করে পানির সংযোগ দেয়া হয়েছে। দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ডব্লিউওপি প্রকল্প, ওয়াসা ও মোল্লা ট্রেড ইউনিয়ন কোম্পানির যৌথ উদ্যোগে এটি চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) টেকপাড়ার মসজিদ সংলগ্ন স্থানে এ পানি সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ওয়াসার সুপারেন্টেন ইঞ্জিনিয়ার আবদুস সালাম ব্যাপারী, ঢাকা ওয়াসার নিবার্হী প্রকৌশলী মো. আব্দুল মজিদ, নেদারল্যান্ড দূতাবাসের পানি ব্যবস্থাপনায় থিমেটিক এক্সপার্ট পিটার ডি ভ্রিস, ডাব্লিউওপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বাউডিইন স্টারক রশিদ, কনসালটেন্ট মারটিন ব্লকল্যান্ড, ডিএসকের যুগ্ম পরিচালক এম এ হামিদ, লাবনী শবনম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিম্ন আয়ের মানুষের বৈধ পানিপ্রাপ্তি মৌলিক অধিকার। অবৈধ সংযোগ নয়, বৈধ সংযোগের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের ওয়াসার মাধ্যমে পানি সরবরাহের সেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। নতুন এ সংযোগের মাধ্যমে দরিদ্র মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ধামালকোট এলাকায় পানীয় জলের বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এক হাজার ৭০০ মিটারের অধিক পাইপলাইন দিয়ে পুরানো প্লাস্টিক পাইপে প্রতিস্থাপন করা হয়েছে। যা পানির গুণগত মান ও পানির চাপ আগের চেয়ে উন্নত হয়েছে। এতে দরিদ্র মানুষের নিরাপদ পানিপ্রাপ্তি নিশ্চিত হবে।

Bootstrap Image Preview