Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আন্দোলন অযৌক্তিক পদত্যাগ করবো না: ভিসি ফারজানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৯, ১১:০০ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৯, ১১:০০ PM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ক্যাম্পাসে চলমান আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে পদত্যাগ না করার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যে কাজ আমি করিনি তার দায় নিয়ে আমি পদত্যাগ করবো না। আমি আশা রাখি পূজার ছুটির মধ্যে দিয়ে এ আন্দোলন স্থিমিত হবে।

দুর্নীতির টাকা নিয়ে ছাত্রলীগ নেতাদের ফোনালাপের বিষয়ে প্রশ্ন করা হলে উপাচার্য বলেন, তাদের একেক সময় একেক কথাতেই প্রামাণিত হয় যে, তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা একবার বলছে, উন্নয়ন প্রকল্পের টাকা হতে তাদেরকে টাকা দেওয়া হয়েছে। আবার বলেছে ঠিকাদারদের থেকে নিয়ে তাদেরকে টাকা দেওয়া হয়েছে। শেষে তারা বলেছে টাকা নিয়ে গাড়িতে করে তাদের হলে আমি লোক দিয়ে পৌঁছে দিয়েছি। আসলে তারা যে মিথ্যা বলেছে তা তাদের বক্তব্য থেকেই বুঝা যায়।

মানহানির দায়ে তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নিবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ভাবছি এখনো কোন সিদ্ধান্ত নেইনি।

এদিকে, আচার্য বরাবর আন্দোলনকারীদের চিঠি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের সূত্রপাত, উপাচার্যের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারীর অভিযোগ এ সকল বিষয়ে সুষ্ঠ তদন্ত দাবি ও সার্বিক পরিস্থিতির বর্ণনা দিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর একটি চিঠি ফ্যাক্স করা হয়েছে বলে নিশ্চিত করেছেন একাধিক আন্দোলনকারী।

Bootstrap Image Preview