Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিবাসীদের পায়ে গুলি করতে বলেছিলেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৯, ১০:৩৭ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৯, ১০:৩৭ AM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসীদের ওপর খড়্্গহস্ত। অভিবাসী রোধে নানা কঠোর পদক্ষেপ তিনি নিয়েছেন। কিন্তু অভিবাসীদের স্রোত কমাতে তিনি তাদের পায়ে গুলি করার প্রস্তাবও দিয়েছিলেন। নতুন একটি বইয়ে এমন কথা বলা হয়েছে। গতকাল এ বিষয়ে সংবাদ প্রকাশ করে বিবিসি।

নিউইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের লেখা ওই বইতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের থামাতে বেশ কিছু চরম পদ্ধতির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। এগুলোর মধ্যে বিদ্যুতায়িত, ধাতুর কাঁটাযুক্ত দেওয়ার নির্মাণ এবং সাপ বা কুমিরে পরিপূর্ণ পরিখা নির্মাণের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এর পরও যদি অভিবাসী স্রোত না থামানো যায়, তা হলে পায়ে গুলি করার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

বইটিতে দাবি করা হয়, সেনাদের ব্যক্তিগতভাবে বলেছিলেন যেন অভিবাসীদের পায়ে গুলি করে ঠেকানো হয়। তখন তাকে বলা হয়, বিষয়টি বৈধ হবে না। এর পর তিনি সীমান্তে জলাশয় তৈরির প্রস্তাব দেন, যেখানে সাপ কিংবা কুমির থাকবে। এ ছাড়া বৈদ্যুতিক বেড়াও তৈরির প্রস্তাব দেন তিনি। ‘বর্ডার ওয়্যারস : ইনসাইড ট্রাম্পস অ্যাসাল্ট অন ইমিগ্রেশন’ নামের এ বইটি লিখেছেন সাংবাদিক মাইকেল শেয়ার ও জুলি ডেভিস। অনামা বহু কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে বইটি লিখেছেন তারা। নিউইয়র্ক টাইমস বইটি প্রকাশ করেছে।

মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণ ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। এ দেয়াল নির্মাণ শুরু হয়েছে এবং এর নির্মাণে পেন্টাগন তাদের সামরিক বাজেট থেকে তিন দশমিক ছয় বিলিয়ন ডলার মঞ্জুর করেছে। তবে প্রকাশিত ওই প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। সম্প্রতি ট্রাম্প দেয়াল নির্মাণের বিষয়টি নিজে পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘দেয়ালে ডিম ভাজতে পারবেন’। অর্থাৎ দেয়ালটিতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেটি রোদে তাপে এতটাই গরম হবে, সেখানে ডিম পর্যন্ত ভাজা যাবে।

Bootstrap Image Preview