Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শনিবার, জুন ২০২০ | ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

চলে গেছেন আইয়ুব বাচ্চু, জন্মদিনে নিরব জেমস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ০৪:৫৭ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৯, ০৪:৫৭ PM

bdmorning Image Preview


আজ (০২ অক্টোবর) ‘নগর বাউল’ জেমসের জন্মদিন। প্রতিবছর ভক্তদের সঙ্গে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই রকস্টার। কিন্তু এবার তিনি জন্মোৎসবের সকল আয়োজন থেকে বিরত রয়েছেন।

গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান কিংবদন্তি ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। বছর ঘুরে ফিরে এলো সেই অক্টোবর। আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার এই মাসে নিজের জন্মদিন পালনের কোন ইচ্ছা নেই জেমসের।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর কনসার্টে কাঁদতে কাঁদতে গিটার বাজাতে দেখা গেছে জেমসকে। যা সঙ্গীতপ্রেমীদের ভোলার নয়। জেমসের গিটারে সেদিন বেজে উঠেছিল বন্ধু হারানোর করুণ সুর।

আইয়ুব বাচ্চুকে হারানোর শোক আজো কাটিয়ে উঠতে পারেননি জেমস। যা তার জন্মদিন পালন না করার সিদ্ধান্তই প্রমাণ করল। দিনটি আইয়ুব বাচ্চুকে স্মরণের মধ্য দিয়েই কাটাবেন তিনি।

এ প্রসঙ্গে জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘জন্মদিনে কোনো ধরনের আয়োজন করছেন না জেমস (ভাই)। আইয়ুব বাচ্চুর স্মরণে দিনটি একলা একা কাটাবেন তিনি। শুধু জন্মদিন বলে কথা না, বাচ্চু ভাইয়ের শোক সত্যিকার অর্থেই জেমস ভাই কাটিয়ে উঠতে পারছে না। আর বাচ্চু ভাইয়ের জন্য সবচেয়ে বেশি প্রার্থনা করা হাতেগোনা কয়েকজনের মধ্যে জেমস ভাই অন্যতম। আমরাও দোয়া করি, প্রিয় বাচ্চু ভাই ওপারে ভালো থাকুক।’

তবে জেমস জন্মদিন পালন না করলেও তার দেশ-বিদেশের অগণিত ভক্তরা নিজেদের মতো করে এই তারকা শিল্পীর জন্মদিন উদযাপন করছেন।

Bootstrap Image Preview