Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সারা দেশে বৃষ্টির আভাস থাকবে আরও কয়েকদিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ০৯:৪৮ AM
আপডেট: ০২ অক্টোবর ২০১৯, ০৯:৪৮ AM

bdmorning Image Preview


ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিনই বৃষ্টি হবে। মৌসুমী বায়ুর প্রভাবেই এমনটা ঘটবে বলে আবহাওয়া অধিদপ্তরের খবরে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার (১ অক্টোবর) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে, ১২০ মিলিমিটার। এ সময় রাজধানীতে ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরমধ্যে বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

দুপুরের ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার পাশাপাশি যানজটের দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টি হবে সবখানে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার (২ অক্টোবর) ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েক জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

Bootstrap Image Preview