Bootstrap Image Preview
ঢাকা, ০২ মঙ্গলবার, জুন ২০২০ | ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

ভোট চুরি করে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন মেসি !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:০২ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:০২ PM

bdmorning Image Preview


ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।এই খবর এখন গোটা  ফুটবল বিশ্ব জানে। কিন্তু এই খবরের পিছনে আরেক খবর হলো। ভোট চুরি করেই নাকি লিওনেল মেসিকে বর্ষসেরা ঘোষণা করা হয়েছে।তবে এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।

ফিফা বর্ষসেরা নির্বাচনে ভোট দেয়ার অধিকার সদস্য দেশগুলোর অধিনায়ক এবং কোচদের। এছাড়া ফিফা নির্ধারিত কিছু সাংবাদিকও ভোটাভুটির এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। সে হিসেবে ভোট দিয়েছিলেন নিকারাগুয়ার অধিনায়ক এবং কোচও।

কিন্তু ভোটাভুটি শেষ, ফল ঘোষণাও শেষ। এরপর কে কাকে ভোট দিয়েছে মর্মে যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে নিকারাগুয়ার অধিনায়ক যাকে ভোট দিয়েছেন, সেটা আমূল বদলে দেয়া হয়েছে। পরিবর্তন করে দেয়া হয়েছে মেসির নামে। অথচ তিনি মেসিকে ভোটই দেননি।

নিকারাগুয়ার দলের অধিনায়ক হুয়ান বারেরা বলেন, ‘আমি মেসিকে ভোট দেইনি। কিন্তু যারা মেসিকে ভোট দিয়েছেন, সেই অধিনায়কের লিস্টে আমার নাম দেখে অবাক হলাম। জানি না কীভাবে এটা সেখানে গেল।’

সুদান জাতীয় দলের কোচ ড্রাভকো লোগারুসিচের ভোটও পাল্টে দেয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ফিফা বর্ষসেরার এ পুরস্কারে প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছিলেন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহকে। কিন্তু সুদান কোচ পরে জানতে পারেন, তার ভোটটা পড়েছে মেসির বাক্সে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভোটের ফরমের ছবিও প্রকাশ করেছেন এ কোচ।

Bootstrap Image Preview