Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আন্দোলন দমাতে বশেমুরবিপ্রবির হলে পানি-খাবার বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির) শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে। 

সোমবার সকাল থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন।

এদিকে আন্দোলনকে দমাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা, আবাসিক হলগুলোতে পানি ও খাবার বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় তার পদত্যাগ দাবিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview