Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অনুসন্ধানী সাংবাদিকতার গল্প আড্ডায় স্টামফোর্ড সাংবাদিক ফোরাম

তিতুমীর প্রতিনিধি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৮ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৮ PM

bdmorning Image Preview


রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুসন্ধানী সাংবাদিকতা চ্যালেঞ্জ, শীর্ষক আলোচনা ও সাংবাদিকতার গল্প আড্ডা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ সেপেম্বর) দুপুর ১২ টায় ষ্টামফোর্ড বিশ্ববিদ্যালয় এর সাংবাদিকতা বিভাগে "স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরম" এর আয়োজনে অনুষ্ঠানটি আরাম্ভ হয়।

উক্ত অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতার নানা বিষয়ে আলোকপাত করেন অনুষ্ঠানের মূল অতিথি দেশের আলোচিত অনুসন্ধানী সাংবাদিক বদরুদ্দোজা বাবু।

মাছরাঙ্গা টেলিভিশনের সাবেক অনুসন্ধানী সাংবাদিক, ‘বর্তমানে হেড অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্প ডেস্ক এর বাংলাদেশ প্রধান বদরুদ্দোজা বাবু বলেন, সাংবাদিকদের পাঠক কিংবা দর্শকের কাছে সব সময় নতুন কিছু নিয়ে হাজির হতে হয়।

আর এই নতুন তথ্য বের করার জন্য দরকার অনুসন্ধান। তিনি বলেন, ডে ইভেন্ট কেউ না কেউ আপনাকে তথ্য দিচ্ছে, কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতায় আপনাকে কেউ তথ্য দিবে না, আপনাকে খুজেঁ বের করতে হবে। এখানেই বেসিক পার্থক্য অনুসন্ধানী সাংবাদিকতা আর অন্য সাংবাদিকতার মধ্যে।

এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান, ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, কো কনভেনর সৈয়দ আক্তার জাহান, তপন মাহমুদ লিমন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম। উপস্থাপনা করেন ফোরামের অর্থ সম্পাদক হাসান ওয়ালী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মাছরাঙ্গা টেলিভিশনের নিউজ রুম এডিটর জাহিদুর রহমান, দৈনিক আমাদের নতুন সময়ের রিপোর্টার ফরহাদ উজ্জামান, চ্যানেল ২৪ এর রিপোর্টার তানভীর আহমেদ, মানবজমিনের রিপোর্টার ওমর ফারুক, ফোরামের সাধারন সম্পাদক সানমুন আহমেদ প্রমুখ।

Bootstrap Image Preview