Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিবের ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৭ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারালো বাংলাদেশ। এই টাইগারদের হয়ে ব্যাট হাতে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান।

প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান করে আফগানিস্তান.১৩৯ রানের জবাবে ব্যাটিং করতে নেমে টাইগার দলের দুই ওপেনার শান্ত ও লিটন শুরুটা ভালো করতে পারেননি।

খেলা শুরুর পাঁচ ওভারের মধ্যেই তাঁরা বিদায় নেন। তাদের বিদায়ে চাপের মুখে পড়ে টাইগাররা। এরপর মুশফিকের সাথে নতুন করে জুটি গড়ার লক্ষে ব্যাটিং করতে থাকেন সাকিব।

কিন্তু  দলীয় ৭০ রানের মাথায় ২৬ রান করে বিদায় নেন মুশফিক। এরপর ম্যাচের হাল একাই কাঁধে নেন সাকিব অপরাজিত থেকে ৪৫ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের স্বাদ দেন।

আগামী ২৪ তারিখ আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। খেলা শুরু হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট।

টাইগার একাদশ:লিটন দাস, শান্ত , সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

Bootstrap Image Preview