Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নামাজের জন্য চেয়েছিলেন চেয়ার, ছেলেরা টুল কিনে দেয়ায় বৃদ্ধ বাবার আত্মহত্যা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৩ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৩ PM

bdmorning Image Preview


চেয়ারের পরিবর্তে টুল কিনে দেয়ায় মনের দুঃখে নজর আলী (৭০) নামের এক বৃদ্ধ নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পৌর এলাকার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, অসুস্থ নজর আলী দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হওয়ার কারণে তিনি ছেলেকে বলেন একটি চেয়ার কিনে দেয়ার জন্য। কিন্তু ছেলেরা চেয়ারের পরিবর্তে টুল কিনে দেয়।

শুক্রবার জুমার নামাজ আদায় করার সময় টুল থেকে পড়ে যান। এ নিয়ে বাড়িতে এসে ছেলেদের সঙ্গে নজর আলীর কথাকাটাকাটি হয়। পরে তিনি মনের দুঃখে সন্ধ্যার দিকে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মহেশপুর থানার পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আমানউল্লা হক জানান, অসুস্থ নজর আলী জুমার নামাজ আদায় করার টুল থেকে পড়ে যায় পাশের একজন মুসল্লির শরীরের ওপর। পরে তিনি বাড়িতে আসার পর ছেলেদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপর তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Bootstrap Image Preview