Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৫ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৫ AM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধের পর একটি পরিত্যক্ত ইটভাটা থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরিফ হোসেন নামে এক কথিত ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে সদর উপজেলার শাকচরের ভোলা কমিশনারের ফিশারিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরিফ স্থানীয় শাকচর গ্রামের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে। তিনি সিএনজি অটোরিকশা চালক এবং গত ৪ থেকে ৫ দিন  নিখোঁজ বলে দাবি স্বজনদের।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সদর থানা পুলিশ বলছে, রাতে একদল ডাকাত সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় যান টহল পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও ৯ রাউন্ড ফাঁকা গুলি চালায়। ঘটনার সময় সদর থানার এস আই মোতাহার হোসেন ও কনস্টেবল সোহেল রানা আহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৩ রাউন্ড গুলি ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরিফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত যুবক ডাকাত সদস্য বলে দাবি করে পুলিশ।  

Bootstrap Image Preview