Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আতঙ্কে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আবাহনী ক্লাবসহ অভিজাত জুয়ার আসর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪০ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রশাসনের ঝটিকা অভিযানের আশঙ্কায় চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ আবাহনী ক্লাব, সিআরবি মুক্তিযোদ্ধা ক্লাব ও সদরঘাটের একটি ক্লাবসহ বেশ কয়েকটি নগরীর প্রথম সারির ক্লাব ও মদের বার বন্ধ করে রেখেছেন ক্লাব গুলোর পরিচালনা পরিষদ।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এসব ক্লাব ও বার বন্ধ করে দেয় মালিকপক্ষ,এর আগে বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে উঠা সামাজিক ও রাজনৈতিক ক্লাবগুলোতে জুয়ার আসর বসার অভিযোগের প্রেক্ষিতে সেগুলো বন্ধ করে দেয়ার নির্দেশনা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান।

নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ইতোমধ্যে সব জুয়ার আসর ক্লাব বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তারপরও যদি খোলা থাকার খবর পাওয়া যায় তাহলে সেগুলোতে অভিযান পরিচালনা করতে সংশ্লিষ্ট থানাগুলোকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

জুয়ার আসর অবৈধ বার বসার অভিযোগ উঠা অন্যতম ক্লাবগুলোর মধ্যে রয়েছে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা ক্লাব, ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট, ফ্রেন্ডস ক্লাব ও আকবর শাহ অবসরপ্রাপ্ত সৈনিক ক্লাব।

হালিশহর জে ব্লকের আবাহনি ক্লাবটিতে চট্টগ্রামের প্রভাবশালী এক যুবলীগ নেতার মদদ রয়েছে। এ ক্লাবের জুয়ার আসরের লেনদেন কোনো দিন কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে যায় বলে জানা গেছে। এছাড়া ক্লাবটিতে ক্যাসিনো খেলারও বর্ণাঢ্য আয়োজনে চলে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকায় ক্যাসিনোতে অভিযানের পর চট্টগ্রামেও ভয় দেখা দেয়। এছাড়া পুলিশের পক্ষ থেকে বন্ধ করার নির্দেশনা আসলে সে ভয় আরও পোক্ত হয়। তাই জুয়ার সরঞ্জাম সরিয়ে ফেলার পাশাপাশি আবাহনী ক্লাবটি নামফলক পরিবর্তন করার কথা রয়েছে। সেখানে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ব্যানার লাগানো হতে পারে বলে জানা যায় ।

বৃহস্পতিবার সন্ধ্যা আবাহনী ক্লাবের গেইটের কাছে তিনটি প্রাইভেট কার ও পাঁচটি মোটর সাইকেল পার্কিং করার পাশাপাশি আশপাশে অন্তত ২০জন যুবক অবস্থান নেয়। তাদের গতিবিধিও বেশ সন্দেহজনক দেখা যায়। এছাড়া ক্লাবের কর্মীদেরও দেখা যায় বেশ তড়িগড়ি করে লোকদের বের করে দিচ্ছে। ঢাকায় যুবলীগ নেতাদের ক্যাসিনোতে র‌্যাবের অভিযানের পর ভয় ও থমথমে অবস্থার মধ্যে চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আখড়াটিও গুটিয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ক্লাবটির ভেতরে তিন-চারটি কক্ষে থাকা জুয়ার আখড়াগুলো বন্ধ করে দেয়ার প্রক্রিয়া শুরু হয়।

জানা যায়, নামে ক্রীড়া ক্লাব হলেও এর ভেতর নেই কোনো ক্রীড়া সামগ্রী। খেলোয়াড়দেরও কোনো চলাচল দেখা যায়না। ক্রীড়া ক্লাবের নাম করে মূলত এখানে চলছে বিভিন্ন ধরণের মাদক সেবন আর জুয়া খেলা। প্রতিদিন এমনিভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব কার্যক্রম চলে।

নাম প্রকাশ না করার শর্তে এক সদস্য আবাহনী ক্লাব কে পরিচালনা করছে সেই তথ্য জানিয়েছেন তিনি। তার দেয়া তথ্যমতে, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সালেহ আহমেদ নাম উঠে আসে। তার বাসাও একই এলাকায় বলে জানান তিনি।

তবে অভিযোগের বিষয়ে জানতে যুবলীগ নেতা সালেহ আহমেদ দীঘলের মুঠোফোনে বার বার চেষ্টা করলেও বন্ধ পাওয়া গেছে। একইভাবে চট্টগ্রাম আবাহনী ক্লাবের মহাসচিব ও সংসদ সদস্য শামসুল হক চৌধুরীকেও মুঠোফোনে পাওয়া যায়নি।

এদিকে নগরের একে খান মোড় এলাকায় একটি ভবনের তিনতলা ও চারতলা ভাড়া নিয়ে অবসরপ্রাপ্ত সৈনিক ক্লাব নাম দিয়ে জুয়ার আসর বসানো হয়েছে। প্রতিদিন শতাধিক লোক সেখানে জুয়া খেলে ও মাদক গ্রহণ করে। এর বাইরে সিআরবি মুক্তিযোদ্ধা ক্লাব, অফিসার্স ক্লাব ও সদরঘাটের মোহামেডান ক্লাবেও জুয়ার আসর বসে বলে অভিযোগ।

জানা গেছে, বায়েজিদের আমিন কলোনি এলাকার আশপাশে অন্তত ছয়টি স্থানে জুয়ার আসর বসে। আমিন কলোনি বেলতলা এলাকায় আবুল হোসেন ও স্বপন নামে দুইজন তিনটি জুয়ার স্পট চালান। বেলতলা এলাকায় আলমগীর নামের এক যুবকের অ্যাকাউন্ট ব্যবহার করে আশপাশের অনেকে অনলাইনে বাজি ধরেন। এছাড়া আমিন কলোনির মাঠ এলাকায় জাহাঙ্গীরের দুইতলা বাড়িতে জুয়া চলে। টেক্সটাইল জিএম বাংলো পাহাড়ের উপর, শান্তিনগর কলোনির সোহেলের বাসায় জুয়ার আসর বসে বলেও স্থানীয়রা তথ্য দিয়েছেন।

এদিকে বিআরটিসি সংলগ্ন জামতলা বস্তি, ষোলশহর রেলস্টেশন ও জিআরপি থানা সংলগ্ন এলাকায় অন্তত ১৫টি দোকানে জুয়া ও মাদকের আসর বসে বলে অভিযোগ রয়েছে। নগরজুড়ে এ ধরনের অর্ধশতাধিক স্পটে জুয়ার আসর বসছে; এসব স্পটের নেতৃত্বে থাকছেন ক্ষমতাসীন দল ও অঙ্গ সংগঠনের পদবীধারী ক্ষমতাশালী কিছু ব্যক্তি। ঢাকায় বিভিন্ন ক্যাসিনোতে অভিযান চালানোর পর এবার চট্টগ্রামেও এসেছে সেই নির্দেশনা

Bootstrap Image Preview