Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকাকে ক্যাসিনোর শহর বানিয়েছিল বিএনপি: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিএনপি ক্যাসিনোর শহর বানিয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, এমন নয় যে নির্বাচনকে সামনে রেখে আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রথম ৮-৯ মাসেও ব্যবস্থা নিয়েছি। তাদের (বিএনপি) সময় এই ক্যাসিনোগুলো ছিল। তখন তো তারা কোনো অ্যাকশন নেয়নি।

তিনি আরও বলেন, আমার বক্তব্য হচ্ছে বিএনপি যা করতে পারেনি সেটা আওয়ামী লীগ সরকার করছে। খালেদা জিয়া সরকার যা পারেনি, সেটা শেখ হাসিনা সরকার করছে। এতে সরকার এবং দলের ভাবমূর্তি বাড়ছে। সেটাই বিএনপির গাত্রদাহের কারণ।

ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগ কোনো বিষয় নয়, আওয়ামী লীগের যদি কেউ অপরাধ করে সেটাও খোঁজ-খবর তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নিচ্ছেন। দুর্নীতি, ডিসিপ্লিন, র‌্যাগিং এসবের জন্য কিন্তু অনেকেই নজরদারিতে আছে, সময়মতো ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ছাত্রলীগের দু’জনকে অব্যাহতি দেওয়া হয়েছে, যুবলীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ক্যাসিনো ক্যান্ডির যে অভিযান। এটা ঢালাওভাবে ছাত্রলীগ আর যুবলীগের বিরুদ্ধে নয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগে বহু ত্যাগী নেতাকর্মী আছে, তারা অনেক ভালো ভালো কাজও করছে। এখানে দুর্নীতি, অনিয়ম-বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত,যাদের আচরণে পার্টির মনোভাব ক্ষুণ্ন হচ্ছে, ঠিক তাদের বিরুদ্ধেই কেইস টু কেইস অ্যাকশন নেওয়া হচ্ছে, যা আগেও নেওয়া হয়েছিল।’

‘দুদকও অনেকের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে। দুর্নীতির অভিযোগ থাকলে কারও কারও বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়েছে। কারও কারও কনভিকশনও হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার প্রথম থেকেই সহিষ্ণু-সহনশীলতা নিয়েই কাজ করে যাচ্ছে। তেমনি অপকর্ম, দুর্নীতিতে একই মনোভাব পোষণ করছেন তিনি। এটা শুধু মুখের কথা নয়, আমরা অ্যাকশনে দেখাচ্ছি।’

বিএনপির উদাহরণ টেনে ওবায়দুল কাদের আরও বলেন, ‘অতীতে দেখা গেছে, বিএনপির মতো বড় দল ক্ষমতায় ছিল কিন্তু কোনো উদাহরণ নেই যে তারা তাদের দলের কোনো অপকর্ম, ‍লুটপাট, দুর্নীতি কিংবা খুন নিয়ে কোনো অ্যাকশনে গেছে।’

Bootstrap Image Preview