Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিযান শুরু, র‌্যাবের হেফাজতে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৬ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কলাবাগান ক্রীড়া চক্রে র‌্যাবের অভিযান শুরু হয়েছে। ক্লাবের পাশে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য। এরই মধ্যে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শফিকুল আলমকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়। শফিকুল আলম ফিরোজ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য।

শুক্রবার বিকেল থেকে র‌্যাব রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ঘিরে রাখে। সন্ধ্যার পর অভিযান শুরু হয়।

র‌্যাব সূত্র জানায়, কলাবাগান ক্রীড়াচক্রের ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলার অভিযোগ রয়েছে। র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহর নেতৃত্বে র‌্যাব ক্লাবটিতে অভিযান চালাচ্ছে।

এর আগে আজ দুপুরে কথিত যুবলীগ নেতা জি কে শামীমকে আটক করে র‍্যাব। এর আগে গত বুধবার যুবলীগের খালেদ মাহমুদ ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, আজ রাতে ঢাকার আরো কয়েকটি ক্যাসিনো ও কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তির বাসভবন তল্লাশি করা হবে।

Bootstrap Image Preview