Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হাফেজি মাদরাসায় ভয়াবহ আগুনে প্রাণ গেল ২৬ ক্ষুদে শিক্ষার্থীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:১০ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview


আফ্রিকার দেশ লাইবেরিয়ার একটি হাফেজি মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৬ শিক্ষার্থী ও দুই শিক্ষকের প্রাণহানি ঘটেছে। বুধবার দেশটির রাজধানী মনোরোভিয়ার পাশের পেনেসভিলে এলাকার একটি হাফেজি মাদরাসায় অগ্নিকাণ্ডে এই প্রাণহানি ঘটে। 

স্থানীয় পুলিশের কর্মকর্তা মোসেস কার্টার বলেছেন, বুধবার ভোররাতে ওই মাদরাসার একটি ডরমিটরিতে আগুনের সূত্রপাত হয়। এই ডরমিটরিতে মাদরাসার শিক্ষার্থীরা ঘুমাতেন। গভীর রাতে আগুনের সূত্রপাত হওয়ায় প্রাণহানি বেশি হয়েছে।

দেশটির প্রেসিডেন্টের অফিসের এক কর্মকর্তা বলেছেন, আগুনে কমপক্ষে ২৬ ক্ষুদে শিক্ষার্থী ও তাদের দুই শিক্ষক মারা গেছেন। আগুনে পুড়ে প্রাণ হারানো শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে।

তিনি বলেন, ভোর রাতের দিকে শিক্ষার্থীরা কুরআন মুখস্ত করছিলেন। এমন সময় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে পুড়ে যাওয়া শিক্ষার্থীদের মরদেহ সাদা ব্যাগে ভরে বের করে আনা হয়।

Bootstrap Image Preview