Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শিক্ষানবিশ সাংবাদিকের খোঁজে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি

সাইমুন পল্লব, তিতুমীর প্রতিনিধি
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৪ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সাইমুন পল্লব, তিতুমীর প্রতিনিধি-

ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের খোঁজে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম হাতে নিয়েছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি।

আজ বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সতিকসাস’র সহ-সভাপতি শামিম হোসেন শিশির।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন মাসুদ, দপ্তর সম্পাদক আহমেদ ফেরদৌস খান প্রমুখ।

নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আহ্বায়ক নাজমুল হুদা বলেন, মূলত নতুনদের সুযোগ করে দিতেই এ কার্যক্রম। নতুনরা আমাদের সাথে যুক্ত হয়ে সাংবাদিকতা সম্পর্কে জানতেও শিখতে পারবে।

মামুন সোহাগ বলেন, আমরা নতুনদের সাথে নিয়ে কাজ করতে চাই। এ লক্ষ্যেই সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আগামী ৫ অক্টোবর পর্যন্ত এ সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। ক্যাম্পাসে ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বুথের ব্যবস্থা করা হয়েছে। যেখান থেকে আগ্রহীরা ফরম সংগ্রহ করতে পারবেন। ফরমের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ১ শত টাকা।

আগ্রহীদের ফরমের সাথে কলেজ আইডি কার্ড, ভোটার আইডি কার্ড/জন্ম সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

ফরম জমা দানের পর আগ্রহীদের মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এরপর মৌখিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হলে একজন আগ্রহী শিক্ষার্থী সাংবাদিক সমিতির চূড়ান্ত সদস্য বলে গণ্য হবে।

Bootstrap Image Preview