Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘স্বৈরশাসক’ উপাচার্যের পদত্যাগ চাইলেন সাংবাদিকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৬ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন সাংবাদিকরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান বিশ্ববিদ্যালয়টিতে কর্মরত সাংবাদিকরা।

ফেসবুকে লেখালেখি করায় বশেমুরবিপ্রবি’র ছাত্রী ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার ও হয়রানির ঘটনায় জড়িতদের শাস্তি, উপাচার্যের পদত্যাগ, সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা ও শামস জেবিনের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (শেকৃবিসাস)। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিবুল আলম সবুজ ও সাধারণ সম্পাদক রাকিবসহ সমিতির অন্য সদস্যরা। 

এ সময় বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক নেতারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন একজন স্বৈরশাসক। বিশ্ববিদ্যালয় একটি মুক্তচিন্তা, প্রগতিশীলতা চর্চার কেন্দ্র, এখানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না, এখানে একজন সাংবাদিক বহিষ্কার এবং উপাচার্যের প্রত্যক্ষ মদদে একজন সাংবাদিকের ওপর হামলা স্বৈরাচারী চিন্তার প্রতিফলনের নামান্তর।

অবিলম্বে জিনিয়ার বহিষ্কার ও শামস জেবিনের ওপর হামলাকারীদের শাস্তি এবং ক্যাম্পাস সাংবাদিকদতার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

Bootstrap Image Preview