Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাবি উপাচার্য, দিলেন না প্রশ্নের উত্তর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৩ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়ন প্রকল্পের ‘টাকা ভাগাভাগি’র অভিযোগ নিয়ে ছাত্রলীগ ও উপাচার্যের মধ্যে পাল্টাপাল্টি চ্যালেঞ্জ, অডিও ফাঁস ও ছাত্রলীগের দুই নেতার টাকা নেওয়ার স্বীকারোক্তির ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তার পদত্যাগ চেয়ে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৪১ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন তিনি। সাক্ষাৎ শেষে বিকেল ৩টা ১০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে আসেন উপাচার্য।

এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তবে এই সাক্ষাতের বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।    

সাক্ষাতে উপাচার্যের সঙ্গে কী নিয়ে আলোচনা হলো, জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘উনি আসছেন আমার কাছে, উনি মাঝে মাঝেই আসেন, আলাপ-আলোচনা হয়। স্পেশাল ও নির্দিষ্ট কোনো বিষয় ছিল না।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থ ভাগাভাগির বিষয়ে উপাচার্যের সঙ্গে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আলাপ হবে কেন? অর্থ তো এখনো ডেসপাস হয়নি, এখনো কন্ট্রাক্ট শুরু হয়নি। এখনো কিছুই হয়নি। এখন অর্থ নিয়ে যে কাহিনি আমরা শুনতেছি, এগুলো আমার কাছে পদ্মা সেতুর মতো মনে হচ্ছে। কী হবে সেটা নিয়ে জল্পনা-কল্পনা। এগুলো নিয়ে উনিই (উপাচার্য) ভালো বলতে পারবেন। এগুলো নিয়ে আমার সঙ্গে আলাপ হয়নি।’

Bootstrap Image Preview