Bootstrap Image Preview
ঢাকা, ১৯ বুধবার, ফেব্রুয়ারি ২০২০ | ৭ ফাল্গুন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

অভিষেক ম্যাচেই বিপ্লবের হাতে পড়লো তিন সেলাই 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৯ PM

bdmorning Image Preview


গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন টাইগার দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। 

এমন দুর্দান্ত বোলিং করে জয় করেছেন সবার মন। কিন্তু দুর্ভাগ্য বলতে হয় তাঁর। ক্যারিয়ারের ভালো সময়ের শুরুর আগেই প্রথম ম্যাচে খেলে ইনজুরিতে আক্রন্ত হলেন।  

জিম্বাবুয়ের ক্যাপ্টেন হ্যামিল্টন  মাসাকাদজার একটি বল আটকাতে গিয়ে  বাঁহাতে আঘাত পান। যার জন্য লেগেছে তিনটা সেলাই। তবে নিজের ইনজুরি নিয়ে খুব চিন্তিত নন তিনি।

এই প্রসঙ্গে বিপ্লব বলেন, বলেন, বাঁহাতে একটু ব্যথা পেয়েছি। মাসাকাদজা একটা বল সোজা জোরে মেরেছিল। সেটা আটকাতে গিয়ে লেগেছে। এখন ভালো লাগছে। ব্যথা কমেছে। এ নিয়ে ফিজিওর সঙ্গে কথা বলব। উনি যা বলবেন তাই করব।

পরের ম্যাচে খেলা প্রসঙ্গে আমিনুল বলেন, এটা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। তারা যেভাবে বলবে সেভাবেই করব। এ মুহূর্তে হাতের অবস্থা ভালোই মনে হচ্ছে।

Bootstrap Image Preview